যারা আল্লাহ্ পাকের কিতাব না বুঝেএবং সত্যি ব্যাপার না জেনে তারা তাদের পূর্ব পুরুষ রা যা করেছে তাই করে, সেটা সত্য না হলেও !
তাদের জন্য মহান আল্লাহ পাক বলেন ,
্
তাদের জন্য মহান আল্লাহ পাক বলেন ,
্
وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ
قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا ۗ أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا
يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ [٢:١٧٠]
আর যখন তাদেরকে কেউ বলে যে, সে হুকুমেরই আনুগত্য
কর যা আল্লাহ তা’আলা নাযিল করেছেন,
তখন তারা বলে কখনো না, আমরা তো সে বিষয়েরই
অনুসরণ করব। যাতে আমরা আমাদের বাপ-
দাদাদেরকে দেখেছি। যদি ও তাদের বাপ দাদারা কিছুই
জানতো না, জানতো না সরল পথও।
-sura al-Baqara170
তাই আমাদের উচিত সবকিছু কুরআন ও হাদীস এর আলোকে বিচার করা !
আমাদের আরও উচিত যাহা না জানা তাহা কুরআন ও হাদীস থেকে জেনে নাওয়া ,না পারলে জ্ঞানীদের
কাছে থেকে জেনে নেওয়া যারা হাদীস ও কুরআন ভাল বুঝেন !
No comments:
Post a Comment