Peace Be Upon You

A Site for Quran,Hadith&Sunnah

[بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ] In The Name Of Allah The Entirely Merciful,The Especially Merciful ...............

Friday, 22 March 2013

বন্ধুরা খেয়াল করুন এই হাদীসটাকে

হজরত শিবলী(র.) বলেতেন-আমি চার হাজার হাদীস পরেছি চার শত উস্তাদ এর খেদমতে থেকে । কিন্তু তার মধ্যে আমি একটা হাদীস কে আমি আমলের জন্য ঠিক করেছি কারন সেটা আমার মুক্তি ও নাজাতের জন্য যথেষ্ট এবং আম্বিয়ায়ে কেরামের ইলম তার মধ্যে শামিল ।হাদীসটা
হল-

"দুনিয়ার জন্য ঐ পরিমাণ আমল করো যে পরিমাণ তুমি তথায় আবস্থান করবে । আর আখিরাতের জন্য ঐ পরিমাণ আমল করো যে পরিমাণ তোমাকে সেখানে থাকতে হবে। যে পরিমাণ তুমি আল্লাহর নিকট মুখাপেক্ষী সেই পরিমাণ তুমি তার জন্যে আমল করো । আর জাহান্নামের জন্যে আমল করো যে পরিমাণ তুমি তার সাজা ভোগে ধৈরয ধারনের ক্ষমতা রাখো ।।"

বেহেশতের প্রবেশ পথ-ইমাম গাজ্জালি(রহঃ)

No comments:

Post a Comment